ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জে বৈদ্যুতিক সট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে মেয়ের বিয়ের জন্য জমানো দেড় লক্ষ টাকাসহ ৫লক্ষাধিক টাকার সম্পদ ভষ্মীভূত হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চির্কা গ্রামের রাঢ়ী বাড়ির মৃত মোস্তফা রাঢ়ীর বসত ঘরে মঙ্গলবার গভীর রাতে বৈদ্যুতিক সটসার্কিব থেকে হঠাৎ করেই আগুন লেগে যায়। দ্রæত আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরটি ছাই হয়ে যায়।
মোস্তফা রাঢ়ীর স্ত্রী কুলছুমা বেগম জানান, তিনি তার মেয়ের বিয়ের জন্য দেড় লক্ষ টাকা সঞ্চয় করে ঘরে রাখেন। কিন্তু আগুন তার সবকিছু পুড়ে তাকে নিঃস্ব করে দেয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী ঘটনাস্থলে যান। একই সাথে উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আর্থিক সহযোগিতা করা আশ্বাস দেন।
56 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন