chandpur report 1747

ফরিদগঞ্জে লাশ দাফনে বাধা, ওসির হস্তক্ষেপে দাফন

ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট : চাঁদপুরের ফরিদগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তির লাশ দাফনে বাধা দেওয়ায়, পুলিশের হস্তক্ষেপে লাশ দাফন করা হয়।

শুক্রবার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব দায়চারা গ্রামে এ ঘটনা ঘটে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন এর হস্তক্ষেপে মৃত ব্যক্তির লাশ দাফন করে পরিস্থিতি সামাল দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার পূর্ব দায়চারা গ্রামের বাসিন্দা মো. মোস্তফা কামালের লাশ দাফন করা নিয়ে বিরোধ তৈরি হয়। একই বাড়ির নূর মোহাম্মদ গং এসে কবরস্থানের জমিটি তাদের বলে দাবি করেন।

স্থানীয় ইউপি সদস্য টেলু জানান, আব্দুল লতিফ বিএসসি ও নূর মোহাম্মদ উভয় পরিবারের মাঝে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিক বার সমাধানের চেষ্টা করেও সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘লাশ দাফনকে কেন্দ্র করে যেন কোনও সংঘর্ষ না হয় সেজন্য তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সম্মতিতে সামাজিক ও মানবিক দিক বিবেচনায় ওই কবরস্থানেই লাশ দাফন করতে দেওয়া হয়েছে।

শেয়ার করুন