মতলবে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, মেজরসহ আহত ৩

মতলব প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ সিপাইকান্দি ঢাকা আর্ন্তজাতিক মহাসড়কে অটো রিক্সাকে রক্ষা করতে গিয়ে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩জন আহত হয়েছেন।

আহতদের চিকিৎসার ঢাকায় প্রেরণ করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষে দুটি প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং অটো রিক্সাটিও রাস্তার পার্শ্বে পড়ে যায়। এ মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে ১ ফেব্রæয়ারী দুপুর ২টায়।
যানা যায়, ফরিদগঞ্জে যাত্রী নামিয়ে দিয়ে ঢাকা যাওয়ার পথে ঢাকা মেট্রো-গ ৩১-০৮৬১ ও ঢাকা থেকে আগত ঢাকা মেট্রো-গ ৩৩-৪৯২২ প্রাইভেটকারটি মেজরসহ নোয়াখালী যাওয়ার পথে একটি অটো রিক্সাকে রক্ষা করতে গিয়ে দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ বাধে।
এতে দুটি প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং অটো রিক্সাটিও রাস্তার পার্শ্বে পড়ে ব্যাপক ক্ষতি হয়। এতে মেজর তামিম হোসেন, অটোরিক্সা ড্রাইভার জসিম উদ্দিন ও প্রাইভেটকার চালক জুম্মন আহত হন।
আহতদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ও ঢাকা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে মতলব উত্তর থানার এস.আই আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন এবং সার্বিক খোজ খবর নেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।
61 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
