মতলব উত্তরে যুবলীগের উপর হামলা : জ্বালাও-পোড়াও-সন্ত্রাসবাদের বিক্ষোভ
সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এর বিরুদ্ধে ফতেপুর পুর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেনের নেতৃত্বে অশালীন বক্তব্য, আগুন সন্ত্রাস এবং যুবলীগ নেতৃবৃন্দের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার সাহেব বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার।
উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ-সভাপতি মিয়া মোঃ আসাদুজ্জামান এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ফতেপুর পুর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জয়নাল আবেদিন সরকার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান, সহ-সভাপতি শাহাদাত হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এমরান হোসেন চৌধুরী রাজু, সাধারণ সম্পাদক কাজী মোস্তাক প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে সাহেব বাজার বেড়ীবাঁধ সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন নেতৃবৃন্দ। এসময় সহস্রাধিক নেতাকর্মী ও জনসাধারণ মিছিলে অংশ গ্রহণ করেন।
67 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন