শেরপুরে ঘুড়ি উড়াতে গিয়ে বাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি :
শেরপুরে নির্মানাধীন একটি ভবনের চারতলায় ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আবির নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শহরের বাগরাকসা মহল্লায় এ ঘটনা ঘটে। শিশু আবির স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী একাবর মিয়ার ছেলে ও মাদ্রাসাপড়ুয়া ছাত্র ছিল।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আবির সকলের অগোচরে নির্মাণাধীন ওই ভবনের চারতলা খোলা ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচের পাকা সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পড়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথেই শিশুটি মারা যায়।
54 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
