shamim khan

বাবা তোমায় মনে পড়ে

কবি মােঃ শামীম খান

করনীয়-অকরনীয়
ভুল ভ্রান্তির সব ভার,
বাবা ছিলেন বলেই
আমি ছিলাম নির্ভার।

পরিশ্রম আর ত্যাগের
গল্প মজুদ শত,
সবসময়ই পাশে ছিলেন
হিমালয়ের মত।

আশ্বশুবানীতে অভিভূত
হয়েছিলাম কত!
বিরক্তির ছাপ পড়েনি
চেয়েছি যত মন মত।

আদর-স্নেহ ভালবাসা
উপদেশ ভরা অনুশাসন,
সেই স্মৃতি ধরে আজো,
নিজেকে করি আত্বশাষন।

বাবার উপমা বাবাই
নয়তো কেউ সমান,
হাড়ে হাড়ে আজ
পাচ্ছি তার প্রমান।

সুমধুর প্রাপ্তির সমাহার
ছিল বাবার সময়,
আজ বাবা নেই বলে
সহজেই তা অনুমেয়।

মাথার ঘাম পায়ে ফেলে
জীবন ভর আয়াস,
বাবার আদর্শে নিজেকে
বিনির্মান করার প্রয়াস।

প্রভুর নিকট আকুল আবেদন
দিলাম আমি জমা,
যেকোন ভালাের উছিলায়
করেন যেন ক্ষমা।

গুনাহ খাতা মাফ করে
রাখবেন প্রভু ভালােয়,
পরম সুখের ঠিকানা
জান্নাতেরই আলােয়।

শেয়ার করুন