corona covid logo

চাঁদপুরের সব উপজেলায় দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ

এ এম সাদ্দাম হোসাইন :

চাঁদপুরে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টা জেলায় ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ের মধ্যে করোনায় ৩ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৫৯ জনে। একই সময়ে মধ্যে করোনায় ৩ জন মারা গেছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৮৯ জনে।

করোনা মারা যাওয়া তিনজন হলেন- জেলার শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের আব্দুর রব পাটোয়ারী (৭০), একই উপজেলার কইতরের নেছা (৬২) এবং কচুয়া উপজেলায় পল্লীবিদ্যুৎ সমিতিতে কর্মরত আব্দুল মতিন (৪৫)। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নেওয়াজপুরে।

সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় ধাপের টিকা প্রয়োগ করা হবে। আগে যারা নিয়েছেন এমন প্রায় ৫৭ হাজার ব্যক্তিকে এই টিকা দেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনার বিস্তারের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের তালিকায় প্রথম চাঁদপুর সদর এবং দ্বিতীয় ঝুঁকিতে জেলার ফরিদগঞ্জ উপজেলা রয়েছে।

শেয়ার করুন