Divya BHARTI

দিব্যা ভারতীর মৃত্যুরহস্য

বিনোদন প্রতিবেদক :
মুম্বাইয়ের ৫ তলা ভবন থেকে পড়ে ১৯৯৩ সালের ৫ এপ্রিল মারা যান অভিনেত্রী দিব্যা ভারতী। মাত্র ১৯ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি। প্রতিভাবান এ অভিনেত্রীর অকাল মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। দিব্যার মৃত্যুর ২৮ বছর পার হলেও এখনো অজানা তার মৃত্যুরহস্য।

বলিউডের অনেকের ধারণা, খুন হয়েছেন দিব্যা, আবার কেউ বলেন, তিনি আত্মহত্যা করেছেন। ভক্তদের দাবি, স্বামী সাজিদ নাদিয়াদওয়ালা খুন করেছেন দিব্যাকে। যদিও এটা প্রমাণ হয়নি। ময়নাতদন্ত শেষে অভিনেত্রীর ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছিল ‘অস্বাভাবিক মৃত্যু’।

হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্টে উল্লেখ করে, উপর থেকে পড়ার কারণে মৃত্যু হয়েছে দিব্যার। তার মাথার খুলি ভাঙা, বাম পাশের পায়ের হাড় ভাঙা এবং পাঁজরের হাড়ও ভাঙা ছিল। রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে মৃত্যু হয়েছিল তার।

দিব্যা ভারতীর মৃত্যুতে প্রায় ২ কোটি রুপির ক্ষতি হয়েছিল বলিউডে। হঠাৎ চলে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছিল ৫টি সিনেমা। মৃত্যুর ২৮ বছর পার হলেও আজও ভক্তদের হৃদয়ে আছেন দিব্যা ভারতী। এখনো তার মৃত্যু রহস্য জানতে চান অনেক ভক্ত।

সূত্র: জি নিউজ

9 জন পড়েছেন
শেয়ার করুন