chandpur report 1973

ফরিদগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের কড়ৈতলি বাজার থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ওসি (তদন্ত) মো: বাহার মিয়া, এসআই আনোয়ার হোসেন ও এ এসআই ইকবাল সঙ্গিয় ফোর্স তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, কড়ৈতলী স্বর্নকার বাড়ীর মৃত গোপাল চন্দ্র রায়ের ছেলে গনেশ চন্দ্র রায় (৫০), একই এলাকার ইন্দ্র কুমার বাড়ীর মৃত বিবতী চন্দ্র বসুর ছেলে রবিন্দ্র চন্দ্র বসু (৪৮) ও আসৎ কুয়ারী এলাকার দে বাড়ীর নারায়র চন্দ্র দের ছেলে অঞ্জন চন্দ্র দে (৩৫) কে ইয়াবা ও গাঁজা সহ আটক করেছে পুলিশ।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড়ৈতলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 67 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন