শাহরাস্তিতে দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০০ জন কর্মহীন গরীব, অসহায় ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ মাঠে এসব খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতি জনকে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১লিটার সয়াবিন তৈল, ২ কেজি আলু বিতরণ করা হয়েছে।
দূরবর্তী ইউনিয়নে উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান। সাথে ছিলেন স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

212 সর্বমোট পড়েছেন, 2 আজ পড়েছেন
