chandpur report 1952

হাজীগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে পায়ে হেঁটে মানুষ বাজারমুখে

নিজস্ব প্রতিবেদক :
১৬ এপ্রিল শুক্রবার লকডাউনের তৃতীয় দিনে মানুষের চাপ বাড়তে থাকে হাজীগঞ্জ বাজারে।

বেলা বাড়ার সাথে সাথেই ক্রমশ বাড়তে থাকে মানুষের আনাগোনা। বাজারে ডুকার ভিবিন্ন পয়েন্টে পুলিশের কঠোর বেষ্টনী থাকলেও ঠেকানো যাচ্ছে না জন স্রোত।

অটোরিকশা, সিএনজি, মটর সাইকেল দেখলেই থামিয়ে দিচ্ছে পুলিশ এমনকি ড্রাইভার এর হাত থেকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ির চাবি। তবুও ঠেকানো যাচ্ছে না বাজার মুখো মানুষদের।

অটোরিকশা, সিএনজি থামিলে দিলেও পায়ে হেটেই চলছে পুরুষ মহিলা, পুলিশ বের হওয়ার কারন জানতে চাইলে দেখাচ্ছে নানা অযুহাত করছেনা কোন বাধার তোয়াক্কা। এদিকে বাজারের ভিবিন্ন গলিতে গলিতে নিত্য প্রয়োজনীয় পন্যের বাহিরেও অর্ধেক শাটার খুলে একটু দূরে গিয়ে বসে থাকতে দেখা যায় অনেক দোকানীকে।

29 জন পড়েছেন
শেয়ার করুন