chandpur report 1937

হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর থেকে ফরিদগঞ্জ বাড়িতে যাওয়ার পথে হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত।

জানা গেছে, ওয়ালেস বাজারে সামনে উল্টো দিক থেকে আশা বাইসাইকেল আরোহীকে বাঁচাতে হাইড্রলিক ব্রেক করে সাথে সাথে বাঁধন পাটওয়ারীর মটর সাইকেলটি উল্টে পড়ে যায় গুরুতর আহত বাঁধন পাটওয়ারীকে স্থানীয়রা চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। এসময় তিনি ডান হাতে ও বাম পায়ে সহ কয়েক জায়গায় ব্যাপক ভাবে আহত হয়। এসময় মাথায় হ্যামলেট থাকার কারনে প্রানে রক্ষা ফেলো তিনি।

স্থানীয়রা আরো জানান মোটরসাইকেলে আশা বাধঁন পাটওয়ারী নিজে আঘাত ফেয়েছে কিন্তু বাইসাইকেলে থাকা লোকটাকে কোন আঘাত পেতে দেয়নি এটাই হলো মানবতা।

13 জন পড়েছেন
শেয়ার করুন