‘আমি একটা যুদ্ধ ঘোষণা করতে চাই এসব সাংবাদিকদের বিরুদ্ধে’
সুপ্রীতি ধর: পোশাকের মতো বদলাতো, নাকি টয়লেট পেপারের মতো বিষ্ঠা পরিস্কার করে কমোডে ফ্ল্যাশ করে দিতো, তা দিয়ে একটা জঘন্যতম অপরাধকে আড়াল করতে চাইছেন আপনারা? একটা খুনকে জায়েজ করতে কত টাকায় বিক্রি হলেন শেষতক?
RIP সাংবাদিকতা, সাংবাদিক ও সম্পাদকবৃন্দ। আপনারা এর চাইতে একযোগে আত্মহত্যা করলেও পারতেন! অন্তত আপনাদের উত্তরসুরিরা আপনাদের নিয়ে কিছুটা হলেও গর্ব করতে পারতো! তা না, উত্তরসুরিদের জীবন নিশ্চিত করতে আপনারা এসব আবর্জনা, বিষ্ঠা সারাগায়ে, মাথায় মাখতেও কুঞ্চিতবোধ করলেন না।
তা করবেন কেন? আরও বাড়ি কেনা বাকি, বাগানবাড়িতে সপ্তাহান্তে ‘তাদেরই’ সাপ্লাই করা নিরীহ মেয়েগুলোকে নিয়ে ফূর্তি করা বাকি, ছেলেমেয়েদের দেশের বাইরে লেখাপড়া করানো বাকি! তাই না?
এরই মধ্যে আপনাদের পদলেহনের নমুনা দেখতে শুরু করেছি বিভিন্ন পোস্টে। ছি:। মেরুদণ্ডটার আর কিছু রাখলেনই না আপনারা!
আমি একটা যুদ্ধ ঘোষণা করতে চাই এসব সাংবাদিকদের বিরুদ্ধে। যদিও জানি তাদের কৃত অপরাধের দায় তারা ভোগ করবেই করবে। প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না।
তারপরও লড়াইটা করতে চাই আমাদের লেখার মধ্য দিয়েই।
99 সর্বমোট পড়েছেন, 2 আজ পড়েছেন