khudiram report এই আমাদের প্রার্থনা

ক্ষুদীরাম দাসের কবিতা : এই আমাদের প্রার্থনা

 

প্রভু তোমার কাছে প্রার্থনা করি
তোমাতেই বেঁচে আছি, তোমাতেই মুক্তি
তাই তোমারই চরণ ধরি।

এই মহামারী করোনায়
আছি ভয়ে আমরা জগতবাসী
তোমা বিনা নেই উপায়।

অনুতপ্ত মনে কাকুতি প্রভু
তোমাতেই জীবন করি অর্পন
তোমাকে ভুলবো কভু।

ক্ষমা কর প্রভু আমাদের যত পাপ
পাপের আঁধারে জ্বলছি মোরা
আমরা করছি অনুতাপ।

আর করোনা পাপ তোমরা
স্রষ্টা বিনে নেই উপায় ওহে জগতবাসী
অনুতাপী হও, এখনো পাপ করছো যারা।

 

13 জন পড়েছেন
শেয়ার করুন