khudiram report ড়ড়

ক্ষুদীরাম দাসের কবিতা : দুই সময়ের প্রেম

 

বিবাহের আগে প্রেম
আমি ছিলাম তোমার বাধ্য
আর তুমি ছিলে আমার,
তখন সবকিছু ভুলে গিয়ে
ছিলাম দু’জন দু’জনার।
একদিন বললে তুমি হেসে,
থাকবে আমার পাশে
রব চিরকাল একবন্ধনে
যতই ঝড় আসে।

বিবাহের পরে প্রেম
যদি আমি ডানে চলি গো
চলছো চলো বামে,
আমি কাঁপছি শীতে
তুমি ঘামছো ঘামে।
কতো অমিল তোমার-আমার
মিল খুঁজে না পাই,
ঘুম ভাঙলে খুঁজি তোমায়
তুমি তো পাশে নাই।

8 জন পড়েছেন
শেয়ার করুন