‘দেশ রুপান্তর এবং সময়ের আলো করেছে ক্ষমার অযোগ্য অপরাধ’

নাঈমুল ইসলাম খান: বাংলাদেশের সাংবাদিকতা অতি সম্প্রতি নোংরামির এক গভীর তলে পৌঁছেছে। এর জন্য নিজেকেও ভীষণ অপরাধী লাগছে, খুব লজ্জা লাগছে, ঘেন্না হচ্ছে। সকলের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। মৃত মুনিয়ার কাছে, মুনিয়ার বোন তানিয়ার কাছেও।
তিনি বলেন, দেশ রুপান্তর এবং সময়ের আলো করেছে ক্ষমার অযোগ্য অপরাধ। বসুন্ধরা গ্রুপের সংবাদপত্র যে এই বিষয়ে কিছুই লিখছেনা, সেটা বরং অনেক ভালো।

তিনি আরো বলেন, বাংলাদেশের সাংবাদিকতাকে এই জঘন্য খাদ থেকে উদ্ধার করতে হবে আমাদেরই। এটা আমাদেরই দায়।
30 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
