khudiram শব্দরা জ্বলে ওঠে

মাঝে মাঝে শব্দরা জ্বলে ওঠে

ক্ষুদীরাম দাস :

মাঝে মাঝে শব্দরা জ্বলে ওঠে
বিচার চাই, বিচার চাই,
ফাঁসি চাই, ফাঁসি চাই,
লড়াই কর, লড়াই কর,
এই শব্দরা জ্বলে ওঠে।

ক্ষতির শিকার সবাই,
তাই কেউ মনে মনেও হাসে না,
চারিদিকে অরাজগতা বাসা বেঁধেছে
কালো হয়ে যায় মুহূর্তে সাদা,
টাকার জোরে, টাকার গরমে, ক্ষমতার দপটে।

কেবল অন্যায়ের জয় জয়াকার,
আত্মাবিক্রি হয়ে যায় সস্তা আলুর দরে
মানুষের কুঁকড়ে যাওয়া বিবেক,
মনুষ্যত্বের খুন হয়ে যাওয়া সততা,
ভূল বোঝাবুঝির মাঝে সত্য লুকোয়
মিথ্যের জয়ে বিবেকের হয় লুটোপুটি
তাই হাসির ভাটা পড়ে যায় অসময়ে
কান্না আসে দমকে দমকে!
তাই মাঝে মাঝে শব্দরা জ্বলে ওঠে,
বিবেকের দুয়ারে এসে বলে ‘লড়াই!

আমাদের বিবেক বোধকে জাগিয়ে রাখা উচিত,
চেতনা হোক হাতিয়ার,
মাঝে মাঝে শব্দরা জ¦লে ওঠে-
শব্দরা জেগে উঠুক।

 44 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন