weather আবহাওয়া

যেসব এলাকায় শনিবার থেকে ঝড়-বৃষ্টি হতে পারে

তাপমাত্রা কমে সারা দেশে শনিবার (০৮ মে) থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

শুক্রবার (০৭ মে) রাত থেকে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এদিকে, তাপমাত্রা তাপপ্রবাহের মাপকাঠি না পেরোলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি থাকতে পারে বলছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার দুপুরে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান সংবাদমাধ্যমকে জানান, ‘গতকালের তুলনায় আজকের তাপমাত্রা একটু বাড়বে। আগামীকাল থেকে তা আবার কমতে শুরু করবে। তবে তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আপতত কম। শনিবার থেকে ঢাকাসহ সারা দেশেই ঝড়-বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলেও জানান তিনি।

এদিকে, বৃহস্পতিবার (০৬ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 46 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন