chandpur report 2005

হাজীগঞ্জের মৈশাইদে অল্পের জন্য ভয়াবহ আগুন থেকে রক্ষা পেল কয়েকটি ঘর

সাখাওয়াত হোসেন সুমন : চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মৈশাইদ গ্রামে অল্পের জন্য আগুন থেকে রক্ষা পেল কয়েকটি ঘর। দ্রæত ফায়ার সার্ভিসের আগমনে এ ক্ষতির হাত থেকে রক্ষা পায় বাড়ির লোকজন।

জানা যায়, ২ মে ২০২১ খ্রি. সাড়ে তিনটার সময় মৈশাইদ মাইজের বাড়ির মো. সিরাজ হোসেন ও মো. মোক্তার আলীদের বাড়ির ঘরের পাশের খড়ের গাদায় আগুন লেগে যায়। এ সময় পাশে অবস্থিত ঘরগুলোতে আগুনের তীব্রতা দেখা দেওয়ার পূর্বে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রæত আগুন নিভিয়ে ফেলে।

এ সময় এলাকার অনেক সাধারণ মানুষও সহযোগিতা করে।

লোকজন জানায়, যদি ফায়ার সার্ভিস সঠিক সময়ে না আসতো, তাহলে এলাকার কয়েকটি ঘর আগুনে পুড়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারতো।

 106 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন