chandpur report 2037

হাজীগঞ্জে বিভিন্ন মামলায় ৭ ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক

হাজীগঞ্জ প্রতিনিধি :
হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০১৭/ ১৮ সালের জি আর ও সি আর মামলার ৭ আসামীকে আটক করে পুলিশ । ১১ মে মঙ্গলবার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের দক্ষিন শ্রীপুর গ্রামের নুরুল ইসলাম, বাচ্চু মিয়া ও নোয়াব আলী। এদের সবার পিতা মৃত আ. হামিদ মোল্লা।
সি আর ৩১১/২০ এর উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের টংঙ্গীর পাড় এলাকার সাহাব উদ্দিনের ছেলে আসামী গিয়াস উদ্দিনকে আটক করা হয়। এদিকে সি আর ৫৮/২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলর গন্ধর্ব্যপুর এলাকার মৃত নুরু বেপারীর ছেলে আ. জলিলকে আটক করা হয়। গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামের মৃত শেখ জামালের ছেলে শেখ ফরহাদ হোসেন দুলালকে আটক করা হয়।

একই দিন ১১ নং পশ্চিম হাটিলা ইউনিয়নের পাতানিশ গ্রামের আ. খালেকের ছেলে মোঃ নুরুজ্জামান (৩৫) কেও আটক করে পুলিশ।

সবাইকে হাজিগঞ্জ থানা থেকে মঙ্গলবারে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীদের আইনগত হেফাজতে নিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদক নিমূলে আলাদা অভিযানে স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় চাই।

 44 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন