chandpur report 2013

হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক : হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে এএসআই রেজাউল করিম, এএসআই মজির উদ্দিন (১) জিআর- ১১৭/২০ এর ওয়ারেন্টভুক্ত আসামি বাদশা ফাহাদ, পিতা- শাহ আলম সাং-রান্ধুনীমুড়া আটক করে।

এসআই রুবেল চন্দ্র সিংহ এএসআই রেজাউল করিম, এএসআই মজির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ (২) সিআর- ৫১/০৯ এর ০২ বছরের ০২টি সাজা পরোয়ানাভুক্ত আসামি মজিবুর রহমান, পিতা- নুরুল ইসলাম সাং- মহেশপুর আটক করে।

এসআই/মোঃ ইউনুস মিয়া (৩) সিআর-৭৭৪/১৯ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃবিল্লাল হোসেন, পিতাঃ মৃত আব্দুর রব মাস্টার, সাং-দেশগাও আটক করেন।

এএসআই রেজাউল ও এএসআই/মজির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ (৪) সিআর- ৭১/১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মজিবুর রহমান পিতা- নুরুল ইসলাম সাং- দক্ষিণ শ্রীপুর আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 35 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন