faridgonj logo 1

ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

ফরিদগঞ্জ  প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে তাছলিমা(১৬) নামে এস এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুন) রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে রাতেই লাশ উদ্ধার করে মঙ্গলবার (৮ জুন) দুপুরে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুরে প্রেরণ করেছে থানা পুলিশ।

জানা গেছে, ভাটিয়ালপুর গ্রামের সুরুজ আলী ছোট মেয়ে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী তাসলিমা আক্তারের একটি বই সোমবার(৭ জুন) রাতে তার ছোট এক বছরের ভাতিজা ছিঁড়ে ফেলে

এতে ক্ষিপ্ত হয়ে তাসলিমা শিশুকে মারধর করে। শিশুকে মারধরের কারণে তাসলিমার পিতা সুরুজ আলী তাসলিমাকে ভৎসনা করে। এতে অভিমান করে তাসলিমা পরিত্যক্ত পাশের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহনন করে।

সংবাদ পেয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। পরে মঙ্গলবার (৮জুন)দুপুরে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) মো: বাহার মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এসএসসি পরীক্ষার্থী তাসলিমার লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুরে প্রেরণ করেছে।

শেয়ার করুন