করোনা রোগীতে বেসামাল চাঁদপুর সদর হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক :
করোনা রোগীতে বেসামাল চাঁদপুর সদর হাসপাতাল। প্রতিদিন প্রচুর রোগী আসছে, ভর্তি হচ্ছে। ঈদের পূর্বের দিন রাত ১২টা থেকে ঈদের দিন রাত সাড়ে ১১ টা পর্যন্ত ৩৬ জন রোগী ভর্তি হয়েছে।

যার মধ্যে করোনা পজেটিভ রোগী ১০ জন। বাকিরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বলে জানা গেছে।
চাঁদপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের রেজিস্ট্রার থেকে এ তথ্য জানা গেছে।
চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদৌলা রুবেল জানান, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বেড়েই চলছে। করোনা ভাইরোসের ব্যাপকতায় চাঁদপুর সদর ও আশপাশের প্রত্যন্ত এলাকা থেকেও রোগী এসে ভর্তি হচ্ছে।
24 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
