মতলব উত্তরে পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু

গোলাম নবী খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর ঠেটালীয়া গ্রামের এছাক ছৈয়ালের ছেলে মাইনউদ্দিন ছৈয়ালের ৮ বছরের শিশু কন্যা মাহিয়া আক্তার ২৪ জুলাই দুপুর ১ টায় বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়।

ইন্না….রাজেউন।
শিশুটির মা দুপুরে বাড়ির কাজে ব্যস্ত থাকে এরই ফাঁকে বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়।
তাকে স্হানীয় লোকজন উদ্ধার করে মতলব সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিশু টির লাশ বাড়িতে এনে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
36 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
