korona করোনা

সকালেই এলো শতাধিক মৃত্যুর খবর, রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো

দেশে মহামারি করোনায় মৃত্যু যেন থামছেই না। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে সারাদেশে শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ১০ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনা সংক্রমণও থামানো যাচ্ছে না। আর রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল পর্যন্ত সময় নিউজের প্রতিবেদকের পাঠানো তথ্যে এ চিত্র উঠে এসেছে।

নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র (বিভাগওয়ারি) তুলে ধরা হলো-

রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গে ২২ জনের মৃত্যু হয়েছে।

খুলনা:
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।
খুলনায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে নিয়ে ৮ জন রোগীর মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বরিশাল:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মারা গেছে ১০ জন।
ময়মনসিংহ:
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

রংপুর:
দিনাজপুরের ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু।

ঢাকা:
ফরিদপুরে করোনা ও উপসর্গে ১৯জনের মৃত্যু হয়েছে।

 45 সর্বমোট পড়েছেন,  2 আজ পড়েছেন

শেয়ার করুন