পুনর্ণবা ১৩টি রোগের প্রতিকার করে

নামেই যার পরিচয় তাকে আর কি পরিচয় করিয়ে দেবো। তবে যারা জানেন না তারা জেনে নিন। আমাদের আশেপাশে কতপ্রকার উপকারী ভেষজ জন্মে অথচ আমরা তার গুণাগুণ সম্পর্কে খুব কমই জানি। আজ আলোচনা করবো এমনই একটি উপকারি উদ্ভিদের ভেষজ গুণাগুণ সম্পর্কে।

নাম তার পুনর্ণবা বা বিস্খাপরা।

উর্দুতে এই গাছের নাম – পুনর্ণবা , সংস্কৃতে ও বলে – পুনর্নবা এবং বাংলায় বলে – শেপুণ্যে, গাদাপুণ্যে। হিন্দীতে বলে – গদহপূর্ণা, বিষখপরা।

আরও পড়ুন : স্ট্রোকের ঝুঁকি এড়াতে যা করবেন

কোন কোন অসুখে প্রয়ােজন।

১। অনিদ্রারােগে :- রাত্রে ঘুম ভালাে না হলে পুনর্নবার কাথ ১০ মি.লি. খাওয়াতে হয় রােগীকে।

২। পুরাতন বাত কাশিতে :- এই ধরনের কাশিতে কফ ওঠেনা অথচ কাশি হতে থাকে। এই ধরনের রােগে পুনর্নবার রস ৪ চামচ গরম করে সেই রস সকালে খেতে হয় এবং বিকেলেও কিছুটা খেতে হয়। কয়েকদিনের মধ্যে রােগ সেরে যাবে।

৩। পাথুরী হলে :- মূত্রথলিতে পাথুরী হলে শুকনাে পুনর্নবা ১০/১২ গ্রাম নিয়ে ৫/৬ কাপ দিয়ে সিদ্ধ করতে হবে। জল কমে গেলে ছেকে নিয়ে সকালে ও বিকেলে দু’বার খেতে হয়।

৪। বেতাল নেশায় :- মদ খেয়ে প্রচণ্ড নেশা হয়ে গেলে পুনর্নবার রস ৭/৮ চামচ একটু গরম করে তার সঙ্গে ৭/৮ চামচ দুধ ও ৩/৪ চামচ গাওয়া ঘি মিশিয়ে নেশাগ্রস্ত লােককে খাওয়ালে নেশা ছুটে যায়।।

৫।উরঃক্ষতে :- বুকে ব্যথা, মাঝে মাঝে রক্ত ওঠে—এই অবস্থায় মূল সমেত পুনর্নবার মূল গােরুর দুধের সঙ্গে মিশিয়ে বেটে দিনে একবার রােগীকে খাওয়াতে হয় বুকে ব্যথা কম হয় রক্ত ওঠাও বন্ধ হয়।

৬| পিত্তজ্বরে :- শ্বেতপুনর্নবার মূল গােরুর দুধে মিশিয়ে বেটে দিনে একবার রােগীকে খাওয়াতে হয়।

৭। ছােট বা বড় ইঁদুর কামড়ালে :- শ্বেত পুনর্নবার মূল আড়াই গ্রাম এবং এর সঙ্গে দু’চামচ মধু মিশিয়ে দিনে দুবার করে তিন দিন খাওয়ালে বিষ নষ্ট হয়ে যায়।

৮। জন্ডিস ও শোথ রোগে উপকারী।

৯। মূত্র, ঋতু, ঘর্ম ও দুগ্ধবর্ধক। শ্লেষ্মা পরিষ্কারক।

১০। জ্বর, ফুলা, সন্ধিব্যথা নিবারক।

১১। যৌনশক্তিবর্ধক। কামশক্তিবর্ধক।

১২। বিষনাশক।

১৩। মৃগী রোগে উপকারী।

বোম্বে প্রদেশে পুনর্ণবা শোথ রোগে বহু পরিমাণে ব্যবহৃত হয়।

ঔষধ পেতে যোগাযোগ করুন :

হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)

হাজীগঞ্জ, চাঁদপুর।
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মুঠোফোন : 01742057854, ইমো/হোয়াটস অ্যাপ : 01762240650

শ্বেতীরোগ, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।

সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।

Loading

শেয়ার করুন