bagerhat accident 2

ফরিদগঞ্জে সিএনজি অট্রোরিক্সা-মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে নিহত ২

ফাইল ছবি

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে সোমবার (৩০ আগস্ট) আব্দুল (৩৬) নামের ও মানিক (২৮) নামের মোটর সাইকেল আরোহী দু‘ ব্যাক্তি নিহত হয়েছে।

৩০ আগস্ট (সোমবার) বিকেলে উপজেলার খাজুরিয়া বাজারের পশ্চিমে মাথায় ইরাজি বাড়ি সংলগ্ন স্থানে সিএনজি- মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লক্ষীপুর জেলার রামগঞ্জের পানিওয়ালা গ্রামের অধিবাসী আব্দুল ও মানিক যথাক্রমে চাচা ও ভাতিজা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুঘর্টনার শিকার সিএনজি (আটোরিক্সা) ও মোটর সাইকেলটি উদ্ধার করে ।

ফরিদগঞ্জ স্বাস্থ্য কমক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন আব্দুলকে মৃত ঘোষণা দেন।

অপর আহত ব্যাক্তি মানিকের অবস্থা আশংকাযুক্ত দেখে তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথেই মানিক রাত সাড়ে আটটার দিকে মারা যায়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শহীদ হোসেন চাঁদপুর রিপোর্ট প্রতিবেদককে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটর সাইকেল উদ্ধার করা ও লাশ মর্গে প্রেরণ করার বিষয় নিশ্চিত করেছেন।

 43 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন