road accident সড়ক দুর্ঘটনা

ফরিদগঞ্জে সড়ক দুঘটনায় নিহত ১

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে সোমবার (৩০ আগস্ট) আব্দুল (৩৬) নামের মোটর সাইকেল আরোহী এক ব্যাক্তি নিহত হয়। সাথে থাকা মানিক(২৮) নামের অপরজন গুরুতর আহত হয়।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুর আড়াইটায় খাজুরিয়া বাজারে সিএনজি- মোটর সাইকেল মুখোমুখি সংঘষে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লক্ষèীপুর জেলার রামগঞ্জের পানিওয়ালা গ্রামের অধিবাসী আব্দুল ও মানিক চাচা ও বাতিজা।পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুঘর্টনার স্বীকার সিএনজি (আটো রিক্সা) ও মটর সাইকেল টি উদ্ধার করে পুলিশী হেফাজতে নেয়।

ফরিদগঞ্জ স্বস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লা আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাছাড়া অপর গুরুতর আহত ব্যাক্তিকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শহীদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটর সাইকেল উদ্ধার করা ও লাশ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

 42 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন