suicide

ফরিদগঞ্জে ২ নারীর আত্মহত্যা

ফরিদগঞ্জ প্রতিনিধি :
রোববার (২৯ আগস্ট) উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের সেকদি গ্রামের ফারজানা আক্তার (২৬) ও ১১নং চরদুখিয়া ইউনিয়নের আলোনিয়া গ্রামের রুনা আক্তার ফাতেমা (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

সংবাদ পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটায় চাঁদপুর সদর থানা ও ফরিদগঞ্জ থানায় পৃথক দু‘টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পরিবারিক ও পুলিশ সূত্রে জানায়,১নং বালিথুবা ইউনিয়নের সেকদি গ্রামের ইসমাইল হোসেন স্ত্রী ফারজানা গলায় ফাঁস দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান মোহাম্মদ ওমর ফারুক তাকে মৃত ঘোষনা করেন।

ফারজানার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সে দীর্ঘদিন মানুষিক সমস্যায় ভোগছিলেন।

অপরদিকে ১১নং চরদুখিয়া ইউনিয়নের আলোনিয়া গ্রামের বাবুল বরকন্দাজের মেয়ে রুমা আক্তার ফাতেমা (১৭) বাড়ির পাশের একটি পেঁয়ারা গাছের সাথে ওড়না প্যাঁচানো ঝুঁলন্ত অবস্থা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার মোশারফ হোসেন জানান, আলোনিয়ার আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

সেকদি এলাকার ফারজানার আত্মহত্যার বিষয় জানতে চাইলে তিনি বলেন, চাঁদপুর সদর থানা পুলিশ ফারজানার বিষয়ে আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে ।

 47 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন