korona covid 19

শীঘ্রই চাঁদপুর বেসরকারি হাসপাতালে শুরু হচ্ছে করোনা চিকিৎসা

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে করোনার চাপ কমাতে অবশেষে চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা চালু হতে যাচ্ছে।

চাঁদপুর জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরের ইলিশ চত্বর সংলগ্ন বারাকাহ হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে করোনা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। সেখানে ২০টি বেডে বিনামূল্যে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হবে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু মঙ্গলবার (১০ আগস্ট) সকালে সিভিল সার্জনের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান।

 তিনি বলেন, চাঁদপুর সদর হাসপাতালে ১৫০ জন রোগীকে অক্সিজেন সেবা দেওয়ার সক্ষমতা খুব দ্রুত তৈরি হবে। বর্তমানে ১০০ জনকে অক্সিজেন দেওয়ার সিলিন্ডার প্রস্তুত রয়েছে।
36 জন পড়েছেন
শেয়ার করুন