breaking news ব্রেকিং নিউজ

১১ আগস্ট থেকে অফিস ও দোকানপাট খুলবে

অনলাইন ডেস্ক :

আগামী ১১ আগস্ট (মঙ্গলবার) থেকে দেশের সব দোকানপাট, শপিং মল ও অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলমান লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আগামী ১১ আগস্ট (মঙ্গলবার) থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হবে। তবে একজন কর্মচারীও ভ্যাকসিন ছাড়া কর্মস্থলে আসতে পারবেন না।

এর আগে আজ বেলা ১১টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্টরা অংশ নেন।

 51 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন