river water

চাঁদপুরে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (০৮ সেপ্টেম্বর) উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের ছৈয়াল বাড়ির মনোয়ার হোসেনের ছোট মেয়ে খাদিজা আক্তার নামের আড়াই বছরের শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে। একই দিন দুপুরে মতলব দক্ষিণের বাটরা গ্রামের আনোয়ার হোসেনের দুই বছরের শিশু মাইশা হাজীগঞ্জের কাপাইকাপ গ্রামে খালার বাড়ি বেড়েতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়।

এ দিন উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন ৯নং ওয়ার্ড মোল্লাডহর গ্রামের ছৈয়াল বাড়ির মৃত আনোয়ার মিয়ার স্ত্রী শিরিন বেগম (৫০) পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

নিহত শিরিন বেগমের ছেলের স্ত্রী মেহের বেগম জানান, আমার শাশুড়ি দুপুরে রান্না শেষে পুকুরে গোসল করতে যায়। ফিরতে দেরি হওয়ায় বড় অনেক খুঁজাখুঁজি পর এক পর্যায় পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান বলেন, দুই শিশু ও এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন : অর্শ বা পাইলস হলে কী করবেন ?

আরো পড়ুন : অ্যালার্জি দূর করবে ৫টি খাবার

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

65 জন পড়েছেন
শেয়ার করুন