accident chandpur

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত : আহত ১০

চাঁদপুর রিপোর্ট ডেস্ক :

চাঁদপুর-কুমিল্লা সড়কের চাদখার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ যাত্রী।

রোববার ভোরে স্থানীয় নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পদ্মা এক্সপ্রেস নামের বাসটি চাঁদপুর শহরতলির চাদখার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় বাসের যাত্রী ৯ মাস বয়সি এক শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। আহত হয় বাসের আরো ১০যাত্রী। স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়।

 37 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন