ধনাগোদা নদীতে অভিযান, জাঁক বেড়জাল রিংচাই অপসারণ

গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তরে ধনাগোদা নদীতে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর অধিনে উপজেলা প্রশাসন কর্তৃক ২ সেপ্টেম্বর সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে ৪২ টি অবৈধ রিং চাই, ১ টি ভেরজাল ও ১৫ টি জাক অপসারণ করা হয়।

পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান, সহকারী কমিশনার ভূমি আফরোজা হাবিব শাপলা, মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সহকারী মৎস্য কর্ম কর্তা রাশেদুজ্জামান ও নৌ-পুলিশ উপস্থিত ছিলেন।
30 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
