নূরে আইন শিউলীর দুটি কবিতা

তোমায় ভেবে
তোমায় ভেবে স্বপ্ন দেখি
আঁকি কত ছবি
তোমায় ভেবে ভেবে আজ আমি
হতে বসেছি কবি।

তোমায় ভেবে দিন কেটে যায়
যায় কেটে রাত
ইচ্ছে করে জড়িয়ে ধরি
তোমার দু’টি হাত।
তোমায় ভেবে কাদি আবার
তোমায় ভেবে হাসি
তোমায় ভেবে ভেবে আমি
সুখ সাগরে ভাসি।
তোমায় ভেবে দুরে সরে যাই
তোমায় ভেবে কাছে আসি
বুঝে নেও এবার তোমায় আমি
কতখানি ভালোবাসি।
মা
মা আমার সবচেয়ে প্রিয়
সবচেয়ে আপনজন।
মায়ের কথা ভাবতেই আমার
কেঁদে ওঠে মন।
মা যে আমায় ঘুম পাড়াতো
ঘুম পাড়ানি গানে
মায়ের সেই গানের সূর—
আজও বাজে আমার কানে।
মায়ের বলা ছড়া গল্প
আছে মনে অল্প অল্প…
মায়ের মুখের মধুর ভাষা
জাগাতো মনে নতুন আশা
মা, যে আমার শিক্ষা গুরু
তাঁর কাছেই লেখাপড়া শুরু।
পারবো না এ কথাটি শুনিনি
কখনো তার মুখে
সর্বক্ষণেই আশা জাগাতো
আমাদেরই বুকে।
তাই মা যে আমার সকল উৎস
মা ই যে প্রেরণা
‘মা’ আমার এই জীবনের
“আরাধনা”!!
37 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
