kousoni

বাংলাদেশি ছবিতে টলিউড অভিনেত্রী কৌশানী, শুটিং চলছে চাঁদপুরে

নিউজ ডেস্ক :

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আবারও কাজ করতে যাচ্ছেন কৌশানী মুখোপাধ্যায়। শাপলা মিডিয়ার ব্যানারে ‘প্রিয়া রে’ শিরোনামের ছবিটি নির্মিত হচ্ছে।

কৌশানী গতকাল সোমবার ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে সোজা চাঁদপুর চলে যান তিনি।

আজ মঙ্গলবার থেকে তার অংশের শুটিং শুরু হবে। ছবিতে কৌশানীর বিপরীতে কাজ করছেন বাংলাদেশের তরুণ অভিনেতা শান্ত খান।

এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী। শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানিয়েছেন, ‘বিমান থেকে ঢাকায় নেমেই সোজা চাঁদপুরে গেছেন কৌশানী। কারণ, কাল (আজ) থেকে শুটিং শুরু। পুরো টিম এখন সেখানে অবস্থান করছে। নায়ক শান্ত খান আগে থেকেই চাঁদপুরে ছিলেন।’

পূজন মজুমদারের পরিচালনায় ‘প্রিয়া রে’ সিনেমায় কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও থাকছেন বলে জানিয়েছেন প্রযোজক প্রযোজক সেলিম খান।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

92 জন পড়েছেন
শেয়ার করুন