মতলব উত্তরে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

গোলাম নবী খোকনঃ
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান এর নেতৃত্বে এবং বেলতলী নৌ-পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়।
এ সময় নদী থেকে প্রায় ১লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ষাটনল লঞ্চ ঘাটে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে।

মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার গাজী শরিফুল হাসান জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ষাটনল লঞ্চ ঘাটে পুড়িয়ে ফেলা হয়েছে।
তিনি বলেন,মা ইলিশ রক্ষায় এ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। এ ছাড়া গত ৫ অক্টোবর ১০ হাজার মিটার জাল ও ৬ অক্টোবর ৯০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। জানালেন মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম। ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা
21 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
