chandpurreport 295

কচুয়ায় ১৪ কেজি গাঁজা ও ৩৫ পিচ ফেন্সিডিলসহ নারী ও যুবক গ্রেফতার

ওমর ফারুক সাইম, কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৩৫ পিচ ফেন্সিডিল বোতলসহ নারী ও এক যুবকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার কুমিল্লা-চাঁদপুর সড়কে কচুয়া ও জগতপুর নামক স্থানে চাঁদপুর পুলিশ সুপার নির্দেশক্রমে কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে যাত্রীবাহী রিলাক্স পরিবহনে অভিযান চালিয়ে এসআই দেলোয়ার নারী মাদক ব্যবসায়ী মিনু বেগম ও সফিকের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও ৩৫ পিস পেন্সিডিল বোতল উদ্বার করে।

নারী মাদক ব্যবসায়ী মিনু বেগম, কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার মতিনের স্ত্রী ও আরেক মাদক ব্যবসায়ী সফিক গোপালগঞ্জের মৃত রুস্তম শেখের ছেলে।

এব্যাপারে কচুয়া থানার ওসি তদন্ত মোঃ ছানোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা ও ৩৫ পিস পেন্সিডিল বোতলসহ নারী ও এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে স্বক্ষম হই । তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকের নিয়মিত মামলায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

 45 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন