চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুকবুল আহমেদকে মরণোত্তর সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক :
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুকবুল আহমেদকে মরণোত্তর সম্মাননা প্রদান করছে চাঁদপুরের জয়ধ্বনী সংগীত বিদ্যালয়।

আজ ২৪ নভেম্বর ২০২১ খ্রি. বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জয়ধ্বনি সংগীত বিদ্যালয়ের আয়োজনে জয়ধ্বনি সম্মাননা ও অভিষেক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন মরহুমের ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল।
মরহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুকবুল আহমেদ বৃহত্তর শাহরাস্তি-হাজীগন্জ আওয়ামীলীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের পিপি ছিলেন। মহকুমা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। চাঁদপুর শহর আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।
সম্মানা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জয়ধ্বনি সংগীত বিদ্যালয়ের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সাহা মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাবুদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, বিশিষ্ট ছড়াকার ডা. পীযুষ কান্তি বড়ুয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী প্রমুখ। এসময় সম্মাননা স্মারকের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ৮ জনকে সম্মাননা প্রদান করা হয়।
59 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
