chandpurreport 328

ফরিদগঞ্জে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লাখ

মো. আনিছুর রহমান সুজন  :
চাঁদপুরের ফরিদগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভুত হয়েছে। এতে অন্তত ৩০ লক্ষাধিক টাকার সম্পদহানি হয়েছে।

উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে এ ঘটনা বুধবার গভীর রাতে ঘটে।

জানা গেছে, বুধবার দিনগত গভীররাতে ফরিদগঞ্জ-কালির বাজার সড়কের কালির বাজারের উত্তর গলির বাবুল পাটওয়ারীর মার্কেটে হঠাৎ আগুন লেগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো: কামালের জ্বালানি তেলের দোকান, মনির মিজির হোটেল, খোকনের ভ্যারাইটিজ এবং রতনের সেলুন পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থরা জানায়, অগ্নিকান্ডে অন্তত ৩০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।

সংবাদপেয়ে চাঁদপুর ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের দু’টি টিম এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, বুধবার গভীর রাতে পুলিশের একটি টহল টিম কালির বাজার অতিক্রম কালে অগ্নিকান্ডের ঘটনা দেখে লোকজনকে সংবাদ দেয়।

এদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 63 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন