chandpurreport 435

ফরিদগঞ্জে বাসদ’র প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক উপলক্ষে আলোচনাসভা

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় মহান রুশ বিপ্লব ও বাসদ ( মার্কসবাদী)’র প্রতিষ্ঠা বার্ষিকীর ডাক- উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর সোমবার সকালে ফরিদগঞ্জ ওনুআ স্মৃতি সংসদ হল রুমে আবদুল ওয়াদুদ এর সঞ্চালনায় জি এম বাদশার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় নেতা কমরেড আলমগীর হোসেন দুলাল।

তিনি বলেন, পৃথিবী সকল শিল্প-কারখানার সকল সাফল্য শ্রমিকদের অবদান। অথচ আজকে শ্রমিকরা বঞ্চিত,নির্যাতিত, আমাদের রাষ্ট্রব্যাবস্থ্যা শ্রমিকদের যথার্থ সম্যান দেয়নি। শ্রমিকের রক্ত শোষে ধনাট্যরা আরো ধনবান হচ্ছে, অথচ শ্রমিকদের ভাগ্যেও কোন পরিবর্তন হচ্ছেনা। রোদে জ¦লে শরীরের রক্ত পানি করে রাষ্ট্রের অর্থনৈতিক চাকা সচল রাখে শ্রমিকরা। আবার এই শ্রমিকরাই আগুনে ফুঁড়ে মরতে হয়, তাদের জীবনের কোন মূল্য আজও প্রতিষ্টিত হয়নি।

অনুষ্ঠােেন আরো বক্তব্য রাখেন, ছাত্রফ্রন্ডের সভাপতি রহিমা আক্তার ফলি। তবারক উল্যা সহ শতাধিত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে “দুনিয়ার মজদুদ – এক হও, ফ্যাসিবাদী দু:শাসন হঠাও- শ্রমজীবী মানুষ বাঁচাও” শ্লোগানে ফরিদগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে র‌্যালী বের করে।

 109 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন