মতলবে নির্বাচনী সহিংসতায় আহত ৫ : জনতার বিক্ষোভ

মতলব দক্ষিণ প্রতিনিধি :
মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার সহিংসতায় ৫ আহত হয়েছে।

আজ ২৮ নভেম্বর বিকেলে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় রোমানকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ঐ ওয়ার্ডের প্রতিদ্বন্ধী দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে হাসেম মাস্টারের ছেলে মোঃ রোমান গুরুতর আহত হয়। এ সময় এলাকাবাসী রাস্তা অবরুদ্ধ করে রাস্তায় আগুন ধরিয়ে দেয়। পরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিজিবি, র্যাব ও পুলিশ প্রশাসন এলাকাবাসী সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
231 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
