chandpurreport 242

মনোহরপুর মাদ্রাসার দাখিল-আলিম পরীক্ষার্থীদের জন্যে দোয়া

ওমর ফারুক সাইম :
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

০৮ নভেম্বর (সোমবার) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা মোঃ জহিরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা বশিরউল্লাহ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ একেএম ছাইফুল্লাহ আল মাদানী, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, মাওলানা জাকির হোসেন, মাওলানা শামছুল আলম, গভর্নিং বডির সদস্য হাজী আনোয়ারউল্লাহ, সমাজসেবক আঃ হক, মজিবুর রহমান, এনায়েত হোসেন, পরীক্ষার্থী রিয়াদ হোসেন, শিক্ষার্থী হাফেজ মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জহিরুল ইসলাম পাটওয়ারী।

এসময় মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 15 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন