শিক্ষার্থীরা খেলাধুলায় মনোনিবেশ হলে সমাজে অপরাধ থাকবে না : জেলা প্রশাসক

চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, ঐতিহ্যবাহী কাবাডি খেলা প্রায় বিলুপ্তি হয়ে যাচ্ছে, এখন আর এ খেলা নিয়ে শহর কিংবা গ্রামগঞ্জে কোনো উৎসাহ কিংবা আনন্দ নেই, চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনকে ধন্যবাদ জানাই।

খেলাধুলায় আজকের শিক্ষার্থীরা মনোযোগি হলে তাদের শরীরও ভালো থাকবে, তেমনি এ সমাজ থেকে অপরাধ প্রবনতা কমে যাবে।
তিনি অদ্য ২৪ নভেম্বর বুধবার বিকেলে চাঁদপুর ষ্টেডিয়াম কাবাডি খেলার ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, আইজিপি কাবাডি প্রতিযোগিতায় যারা অংশগ্রহন করেছে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
বিশেষ করে খেলাধুলায় হারজিত রয়েছে, যারা বিজয়ী হননি তারা আগামীতে বিজয়ী হওয়ার প্রস্তুতি নিবেন, খেলাধুলায় জয় পরাজয় থাকবেই, এতে মন খারাপ করার কিছু নেই।
চাঁদপুর স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি খেলার পুরস্কার বিতরণ
চাঁদপুরে অনূর্ধ্ব১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা ২০২১ এর ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী করা হয়েছে। ফাইনাল খেলায় হাইমচর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে ফরিদগঞ্জ উপজেলা দল।
অনুষ্ঠানে পুলিশ সুপার মিলন মাহমুদ বিপি এম (বার) এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ডাক্তার শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) মঈনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার পৗানেল মেয়র হেলাল হোসাইন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, হাইমচর থানার অফিসার ইনচার্জ মাহাবুব মোল্লা, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্প্দক নুরুন্নবী নোমান প্রমূখ।
আপডেট : বাংলাদেশ সময় : ২৪ নভেম্বর ২০২১, ০৮:৪১ পিএম
43 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
