chandpurreport 548

উপজেলা প্রেসক্লাব, হাইমচরের সাধারণ সম্পাদক প্রার্থী দীপু

নিজস্ব প্রতিবেদক :

উপজেলা প্রেসক্লাব, হাইমচরের সাধারণ সম্পাদক প্রার্থী মো. সাহেদ হোসন দীপু। তিনি চাঁদপুর রিপোর্টের হাইমচর প্রতিনিধি থেকে বর্তমানে স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছেন।

তিনি চাঁদপুর রিপোর্টের সেরা প্রতিবেদক হিসেবে ২০১৯ সালে সম্মাননা অর্জন করেছেন। একজন যোগ্য ও প্রতিভাধর সাংবাদিক হিসেবে তিনি আমাদের সময়ের হাইমচর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও স্থানীয় দৈনিক ইলশেপাড় পত্রিকার হাইমচর প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

মো. সাহেদ হোসন দীপু মূলত একজন সৎ, নির্লোভ ও নির্ভীক সাংবাদিক। তার জন্যে রইলো আমাদের শুভ কামনা।

উল্লেখ্য এ নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী হয়েছেন। এর মধ্যে রয়েছেন মো. ফারুকুল ইসলাম, জিএম জহির, মো. মহসিন মিয়া।

সাধারণ সম্পাদক পদে মো. সাহেদ হোসন দীপু, এম সাজ্জাদ হোসেন রনি, হাসান আল মামুন।

আগামী ১৮ ডিসেম্বর ২০২১ খ্রি. সকালে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 290 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন