ফরিদগঞ্জে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন

আনিছুর রহমান সুজন :
চাঁদপুরের ফরিদগঞ্জে নারী নির্যাতন বিরোধী ১৬ দিন ব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে অরেঞ্জ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙ্গের বিশ^ গড়ি, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে বর্ণাঢ্য র্যালী শেষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম।
উপস্থিত ছিলেন মাজুদা বেগম, সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার , ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান সাধারণ সম্পাদক আবদুস ছোবান লিটন, প্রবীর চক্রবর্তী, মোস্তাফা কামাল, আনিছুর রহমান সুজন এবং ইএলজি প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুউদ্দিন মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী নির্যাতন রোধে সমাজের নেতৃত্ব স্থানীয়রা এগিয়ে আসতে হবে। আলোচনাসভা শেষে অনুষ্ঠানের সভাপতি শিউলি হরি উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১ খ্রি. রাত ০৮:৫৬ পিএম
70 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
