ফরিদগঞ্জে ওএমএসের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম
ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে ওএমএসের চাল আটা চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। ফরিদগঞ্জ পৌরসভারটি (খ) শ্রেনী থেকে(ক)শ্রেনীতে উন্নিত হলে ও কার্যক্রম চলছে খ শ্রেনী হিসেবে। ২২ জানুয়ারী থেকে ফরিদগঞ্জ পৌরসভার ৪টি স্পটে ওএমএসের কার্যক্রম শুরু হয়েছে। চাল প্রতি কেজি ৩০টাকা আটা ১৮ দাম নির্ধারন করা হয়েছে।
সাধারণ মানুষর চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম রয়েছে বলে জানান কয়েকজন ক্রেতা। লাইনে দাঁড়িয়ে চাল আটা সংগ্রহ করেন ক্রেতারা।
পৌরসভার ডিলার আব্বাস উদ্দিন জানান, সাপ্তাহে ৬দিন ওএমএসের কার্যক্রম চলবে ৭শ৫০ কেজি চাল এবং সম পরিমান আটা সরবরাহ করছে সরকার। এই সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। পৌরসভা (ক) শ্রেনী হিসেবে চাহিদার তুলনায় প্রতি স্পটে দেড় টন করে সরবরাহ করলে সকলের চাহিদা পূরন করা সম্ভব হবে।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আসরাফ উদ্দিন জানান, ফরিদগঞ্জ পৌরসভা (খ) শ্রেনী হিসেবে কার্যক্রম চলছে। (ক) শ্রেনীতে উন্নিত হয়ে বরাদ্দ আসলে ঐ অনুযায়ী সরবরাহ করা হবে।
49 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন