ফরিদগঞ্জে ফসলি জমির ফসলসহ মাটি কেটে নেওয়ার অভিযোগ
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের শোলদানা গ্রামের কৃষক আবুল কালাম বেগ তার ফসলি জমি থেকে ফসল সহ মাটি কেটে নেওয়ার অভিযোগ করে। আবুল কালাম বলে হৈদ্ধার বাড়ির রাস্তায় মাটি কাটার কাজ চলছে।
এই রাস্তাটির অধিকাংশ সম্পদ আমাদের এটি একটি জমির আইল ছিলো কিন্তু পরবর্তীতে জোরপূর্বক রাস্তায় রুপান্তর করা হয় যেহেতু জনস্বার্থে ব্যবহার হচ্ছে তাই আমরা কিছু বলিনা। কিন্তু রাস্তায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাটি কাটা হচ্ছে, এর পাশে আমার ফসলি জমি। এতদিন আমাদের জমি পাকা পড়েছিলো কিছুদিন পূর্বে জমিতে ধান চাষ শুরু করি কিন্তু ৩০ তারিখ সকালে আমাকে না জানিয়ে আমার জমির ফসল সহ মাটি কেটে নিয়ে রাস্তায় দেওয়া হয় এতে আমার ফসলের ক্ষতি হয়।
এ বিষয়ে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মোস্তফা কামালের সাথে যোগাযোগ করতে চাইলে তার অসুস্থতার কারনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
৬নং গুপ্টি পশ্চিম ইউপি সচিব অন্তু চন্দর দাস বলেন যদিও ৭ তারিখে কর্মসূচির কাজ করার কথা থাকলেও শ্রমিক না পাওয়ায় কাজ ধরতে বিলম্ব হয়েছে। ধানের যে ক্ষতি হয়েছে শ্রমিকরা ভুলবশত এই কাজ করেছে।
73 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন