কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ওমর ফারুক সাইম :
কচুয়ায় নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আরফান হোসেন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত: আরফান হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের রবিন মিয়ার ছেলে।

শিশুটির মা আমেনা বেগম জানান, আরফান বাড়ীর অন্যন্য শিশুদের সাথে খেলতে গিয়ে সকলের অজান্তে পাশ^বর্তী একটি পুকুরে পড়ে যায়।
খোঁজাখোঁজির এক পর্যায়ে তার লাশ স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কচুয়া/এমআরআর/২০২২
107 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
