চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগ নেতা আঃ হান্নানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

সাদ্দাম হোসেন : চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
৪ ফেব্রুয়ারি শুক্রবার বাদজুমা শেষে চাঁদপুর শহরের বকুলতলাস্থ বাসভবনে পারিবারিকভাবে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

মরহুমের বড় ছেলে ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বেপারী তার পিতার রুহের মাগফেরাত কামনায় উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করুন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী ছাড়াও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হান্নান বেপারী ২০২০ সালের 28 জনুয়ারি তিনি কিডনিজনিত সমস্যায় ৬৫ বছর বয়সে চাঁদপুর শহরের বকুলতলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। পরে জানাজার নামাজ শেষে ফরিদগঞ্জের ফকির বাজারস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন রেলওয়ে জিলানী জামে মসজিদের মুয়াজ্জিন ইয়াকুব আলী।
15 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
